চট্টগ্রামে অনেক গুলো প্রফেশনাল ইন্সটিটিউট আছে যারা শর্ট কোর্স করায়, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী এই কোর্স গুলো করতে পারে না, কারন তাদের মতে কোর্স ফি অনেক বেশি। যেখানে বেশিরভাগ শিক্ষার্থী টিউশন করে নিজেদের পড়াশুনার খরচ চালায়, সেখানে ৮০০০ থেকে ১০০০০ হাজার টাকা বা তারও বেশি দিয়ে কোর্স করা অনেক কষ্টের।
তাই সকল শিক্ষার্থী ও বেকারদের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ২০১৭ সালে আমরা শুরু করেছিলাম অলাভজনক টেকনিক্যাল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান SKILL DEVELOPMENT CELL (SDC). যুব সমাজকে কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করে উপার্জনের জন্য সক্ষমতা তৈরি করা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজের বেকারত্ব দূরীকরণ করাই হল SDC এর মূল লক্ষ্যে।
বর্তমানে চট্টগ্রামে সবচেয়ে কম খরচে (২ থেকে ৪ হাজার টাকার মধ্যে) শিক্ষার্থীসহ সকল আগ্রহীদের জন্য প্রফেশনাল টেকনিক্যাল কোর্স অফার করছে SDC (Skill Development Cell).
বর্তমান কোর্স সমূহঃ (২ থেকে ৩ মাস মেয়াদী)।
Graphics Design and Freelancing
Professional Video Editing and Whiteboard Animation
Digital Marketing
3D Animation
Excel to become Professional
ইতিমধ্যে ১২০+ শিক্ষার্থী কোর্স শেষ করে বিভিন্ন জায়গায় চাকরী করছে এবং পার্টটাইম ফ্রিল্যান্সিং করছে।
#SDC #SkillDevelopmentCell #YouthDevelopment #Technical #Skills #DECBD