MS Excel মাইক্রোসফট’র এক অনবদ্য স্প্রেডশিট প্রোগ্রাম!!! কর্পোরেট সেক্টর হতে শুরু করে ব্যক্তিগত নানাবিধ কার্যক্রম যদি ডাটা বিশ্লেষণ ও বিন্যস্তকরণ সম্পর্কিত হয়ে থাকে তবে Excel সম্পর্কে অত্যন্ত মানসম্মত পর্যায়ের জ্ঞান ও দক্ষতা অর্জন অত্যাবশ্যক। পাশাপাশি চাকুরির বাজারে ফ্রেশার হতে শুরু করে অভিজ্ঞ চাকুরি প্রত্যাশী প্রত্যেকের নিকট হতেই যেসব কারিগরি দক্ষতা খোঁজা হয় তার মধ্যে #এক্সেল অন্যতম, কারণ এই প্রোগ্রাম সম্পর্কে যথাযথ দক্ষতা অর্জনের দরুণ একজন কর্মজীবী তথ্য সাজানো, সম্পাদনা ও ঊর্ধ্বতনের নিকট জমাদান সম্পর্কিত দৈনন্দিন পদক্ষেপসমূহ নির্ভুল ও দ্রুততার সাথে সম্পন্ন করতে সক্ষম হন। এমনকি, এক্সেল’র সহায়তায় একজন যথাযথ ব্যবহারকারী কোন কোন ক্ষেত্রে ২০ দিনের কাজ ২ দিনে, ১০ দিনের কাজ ১ দিনেও সম্পন্ন করতে পারেন, এককথায় দীর্ঘমেয়াদী কর্মকাল কে স্বল্পমেয়াদী কর্মকালে রূপান্তরে MS Excel ব্যবহারের ভূমিকা অসামান্য!!!
উপরিল্লিখিত সকল কিছুই নজরে এনে স্কিল ডেভেলপমেন্ট সেল (SDC) আয়োজন করতে যাচ্ছে ২ ঘন্টাব্যাপী মাইক্রোসফট এক্সেলের উপর এক অনলাইন কর্মশালা। যেখানে প্রশিক্ষক হিসেবে ভূমিকা রাখবেন স্কিল ডেভেলপমেন্ট সেল (SDC) এর এক্সেল প্রশিক্ষক এবং ডিইসি’র কোর্ সদস্য ও সাবেক সভাপতি জনাব সৈকত বিশ্বাংগ্রী।
Workshop Module:
1. Getting Familiar with Excel Interface
2. Navigation Pane
3. Sheet Rename & Move or Copy
4. Fill & Advanced Autofill
5. Uses of Format Painter
6. Workbook View: Normal, Page Layout, Page Break
7. Create & Custom Workbook Views
8. Some Basic Formulas & Functions
9. Techniques of Autosum
10. Paste Special Options
11. Custom List with Data Validation Option
12. Page Setup & Print A Worksheet Smartly:
· How To Print Large Worksheet Professionally
· Managing Page Margins & Orientation: Top, Bottom, Left & Right
· Managing Print Titles & Gridlines: Rows To Be Printed At Top On Each Page
· Setting Page Number
· Printing A Specific Area Of A Worksheet
· Customizing Header & Footer
13. Dynamic Uses of VlookUp Function with Iferror
14. Application of PivotTable
15. Uses of Sparklines
16. Array & Sheet Referencing
17. Some Excel Secrets & Shortcuts